আহসান শামীমঃ অষ্টেলিয়া ক্রিকেটে অচলাবস্থার সমাধানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসার ভুমিকা রাখার পর হঠাৎ খেলোয়াড় আর বোর্ডের মাঝে দ্বন্দ্বের বরফ গলা শুরু করেছে। অজি ক্রিকেটারদের সংগঠন এসিএ’র সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টানা আলোচনা ফলপ্রসু হয়েছে বলে জানা গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে, শীঘ্রই দুই পক্ষের মাঝে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরী হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হলে স্মিথদের বাংলাদেশ সফর নিয়ে সব সংশয় দূর হয়ে যাবে।
সাবেক অজি পেসার মিচেল জনসন বলেন, ‘ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। শিগগিরই শুরু হওয়া প্রয়োজন সম্পর্ক পুনর্গঠনের কাজ।’ অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক পেসার জেসন গিলেস্পির টেষ্ট খেলোয়াড় জীবনের ইতি বাংলাদেশে ।টাইগার দর্শকদের প্রতি মুগ্ধতা ঝরেছে গিলেস্পির কণ্ঠে। ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ দারুণ জায়গা বলে জানিয়েছেন গিলেস্পি। সেই সাথে প্রশংসা করেছেন বাংলাদেশি সমর্থকদেরও। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে গিলেস্পি বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে তাদের দারুণ সফর দেখতে আমি মুখিয়ে আছি। আশা করি তারা খেলতে যাবে।’
আবশ্য দ্বন্ধ নিরাসনের জন্য অপেক্ষা করছেন না অস্ট্রেলিয়ান নির্বাচকরা। অস্ট্রেলিয়া দলের নির্বাচক হেরাল্ড সান জানিয়েছেন, উপমহাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে নেওয়া হতে পারে সোয়েপসনকেই ।বাংলাদেশ সফরের দলে থাকা অ্যাশটন অ্যাগারের বোলিং গড় ৪০। তাছাড়াও, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের টেস্ট বোলিং সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো হচ্ছে না। ‘উইকেট টেকিং’ লেগ স্পিনার সোয়েপসনকে একটা সুযোগ দিতে চান অজি নির্বাচকরা। সোয়েপসন ১৪ টা প্রথম শ্রেণির ম্যাচে ৩২.৮২ গড়ে নিয়েছেন ৪১ উইকেট। গত বিগ ব্যাশের ৯ ম্যাচেও উইকেট ছিল ১২টা। আশা নিরাশায় দোদুল্যমান অজিদের বিপক্ষে টেষ্ট খেলার জন্য টাইগারদের প্রস্তুতি চলছে । খুব শ্রীঘ্রই একজন বিশেষজ্ঞ স্পিন কোচ টাইগার দলে যোগ দিতে পারেন।
ছবিঃ গুগল