0
চুরি হয়ে গেছে বিখ্যাত হ্যারি পটারের গল্পের অংশ লেখা এক পোস্ট কার্ড। এই কার্ড লিখেছিলেন স্বয়ং পৃথিবীতে তোলপাড় ফেলে দেয়া লেখক জে.কে রাউলিংস। আর চুরিটা হয়েছে খোদ লন্ডন শহরে।
রাউলিংস ২০০৮ সালে একটি এ-৫ সাইজের পোস্টকার্ডের দুদিকে হ্যারি পটারের কাহিনির খানিকটা লিখেছিলেন। গোটা ব্যাপারটার উদ্দেশ্যই ছিলো নিলামের মাধ্যমে সাহায্যের জন্য টাকা তোলা।
পরিকল্পনা মতো কার্ডটি নিলামে চড়লে ২৫ হাজার পাউন্ডে বিক্রি হয়ে যায়। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিলো। কিন্তু হঠাৎ করে গেল মাসে রাউলিংসের এক টুইট বার্তায় জানা গেলো এই চুরির ঘটনা।লেখক সেই বার্তায় হ্যারি পটার ভক্তদের অনুরোধ করেন এই কার্ডটি গোপনে কারো কাছ থেকেই না-কেনার জন্য। এখন লন্ডন পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে চোরদের। সূত্র জানিয়েছে, লন্ডনের হাওয়ার্ড রোডের একটি বাড়ি থেকে চোর আট‘শ শব্দে লেখা এই মূল্যবান কার্ডটি নিয়ে গেছে।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত হ্যারি পটার সিরিজের বই বিক্রি হয়েছে ৪৫০ মিলিয়ন কপি। অনুবাদ হয়েছে ৭৯টি ভাষায়।
সাহিত্য ডেস্ক
তথ্যসূত্রঃ ইন্টারনেট
ছবিঃ গুগল