হ্যাকারের কবলে পড়ে এবার নেটে ফাঁস হয়ে গেলো হলিউডের অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ের অ্যাকাউন্টের গোপন সব ছবি। সেসব ছবির মধ্যে আছে তার সম্পূর্ণ নগ্ন ছবিও। কিছুদিন আগে আরেক খ্যাতিমান পপ গায়িকা মাইলি সাইরাস পড়েছিলেন এই বিপদে। এবার হ্যাকারদের শিকার হলেন হ্যাথওয়ে।
টাম্বলার ও রেডিট সাইটে প্রথম লিক হয় ছবিগুলি। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তারপরেই অস্কারজয়ী এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় সমালোচনা, আলোচনা।
সম্প্রতি এই হ্যাকাররা দুনিয়াজুড়ে নায়িকাদের অ্যাকাউন্টে হানা দিয়ে ফাঁস করে দিচ্ছে গোপন ছবি। শুধু ২০১৪ সালে এরকম অভিনেত্রীদের প্রায় ৫০০ ছবি ফাঁস হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।
হলিউডে অভিনেত্রী জেনিফার লরেন্স, কেট অপটনের মতো অভিনেত্রীদের অ্যাকাউন্ট রাহাজানি করে এরকম ছবি ছড়িয়ে দেয়া হয়। কোথাও আর নিরাপদ থাকছে না এইসব গোপন চিত্র। ব্যক্তিগত বলে শব্দটিও দূর্বল হয়ে পড়ছে হ্যাকারদের আক্রমণে।
বিনোদন ডেস্ক
তথ্যসূত্রঃ বাংলা নিউজ, কলকাতা
ছবিঃ গুগল