তিনি নেই। এদিকে আদরের ছোট নাতনীর বিয়ে। তাঁর উপস্থিতি থাকতেই হবে। থাকবেন নাই-ই বা কী করে। তাই না থেকেও থাকলেন মহানায়িকা সুচিত্রা সেন। মুনমুন সেনের কন্যা রিয়ার বিয়ের কার্ডে থাকল তাঁর সেই ভুবনমোহিনী ছবি।
টলিউডে কিছুদিন ধরেই চলছিলো আলোচনা। এবার বিয়ের আসনে বসতে চলেছেন অভিনেত্রী রিয়া সেন। সানাই বাজতে চলেছে সেন বাড়িতে। এতদিন ছিল জল্পনা। চাপা গুঞ্জন। তবে এবার সে সবে ইতি। পাত্রী রিয়া সেন। পাত্র শিবম তিওয়ারি। আর কার্ডের সূচনাতেই তাঁদের আশীর্বাদ করতেই যেন থাকলেন মহানায়িকা সুচিত্রা সেন।
শিবমের সঙ্গে নিজের সম্পর্কের কথা গোপন করেননি রিয়া। সোশ্যাল মিডিয়ায় দুজনের একান্ত ছবি পোস্ট করেছিলেন। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রিয়া। এদিকে সাংসদ মা তুমুল ব্যস্ততা তুলে রেখে, মেয়ের বিয়েতে প্রস্তুতি নিচ্ছেন। তার উপর রাজবাড়ির বিয়ে বলে কথা! সুতরাং আভিজাত্য আর রুচি তো থাকবেই। বিয়ের কার্ডের সর্বত্রই সে ছাপ স্পষ্ট। আর সবার উপরে থাকলেন মহানায়িকা। এ বিয়ে হয়তো তাঁর দেখা হল না। তবু দেখার সাধ তো ছিল। মায়ের সে ইচ্ছেই যেন মেটালেন মুনমুন। আর আদরের ছোট নাতনীকে যেন এভাবেই হাসিমুখে আশীর্বাদ করলেন মহানায়িকা।
গ্ল্যামার দুনিয়ায় রিয়ার আত্মপ্রকাশ হয়েছিল ফাল্গুনি পাঠকের মিউজিক অ্যালবামে। অচিরেই বড়পর্দাতেও জমে ওঠে তাঁর ‘স্টাইল’ ও ‘ঝংকার বিটস’। এরপর ছোট-বড় নানা চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অবশ্য ইদানিং বাংলা ছবির উপরই বেশি মন দিয়েছেন এই নায়িকা। ‘জাতিস্মর’ থেকে ‘ডার্ক চকোলেট’, সর্বত্র তাঁকে দেখা গিয়েছে স্বমহিমায়। এরই পাশাপাশি শুট করেছেন হিন্দি শর্টফিল্ম ‘লোনলি গার্ল – আ সাইকোলজিক্যাল থ্রিলার’-এর।
বিনোদন ডেস্ক
তথ্য ও ছবিঃ সংবাদ প্রতিদিন (কলকাতা)