এ যেন রূপকথার জন্ম হলো বাস্তবে। ৭০ তম কান চলচিত্র উৎসবে নেমে এলো রূপকথার সেই সিন্ডেরেলা। হ্যাঁ, সিন্ডেরেলাই বটে৷ আকাশি রঙের বলরুম গাউন পরে গাড়ি থেকে নামলেন রেড কার্পেটে৷ সম্প্রতি তাঁর কোনও ছবি বড়পর্দায় তুলকালাম না ফেললেও তার পোশাকই বিশ্বে সাড়া ফেলে দিল৷ সিন্ডরেলা সাজে তিনি ঐশ্বর্য রাই বচ্চন৷
প্রতিবারই নিজের সাজ-পোশাকে কান চলচিত্র উৎসবে নজর কাড়েন বচ্চন পরিবারের বউমা৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ এক্কেবারে পরীর বেশে হাজির হলেন উৎসব ভূমিতে। কিন্তু এমন পোশাক তো একা সামলানোও চাট্টিখানি কথা নয়৷ গাড়ি থেকে নামতেই তাই তার পোশাক সামলাতে ব্যস্ত হয়ে পড়েন বেশ কয়েকজন৷ তবে নিজেকে কীভাবে সকলের থেকে আলাদা করে তুলতে হয়, সেই কায়দা ভালই জানা আছে ঐশ্বর্যের৷ দুবাইয়ের ফিলিপিনো ফ্যাশন ডিজাইনার মাইকেল সিনকোর তৈরি পোশাক বেশ ভালভাবেই সামলালেন প্রাক্তন মিস ইউনিভার্স৷ এমনকী ফ্যানদের অটোগ্রাফের বায়নাও পূরণ করলেন তিনি৷
এদিকে তার আরেকটি পোশাকের ছবি নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ এমনকী ঐশ্বর্যের এক অনুগামী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন৷ যািএই অভিনেত্রীকে নতুন করে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে৷ একটি বিদেশি পণ্য সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উৎসবে হাজির হয়েছিলেন ঐশ্বর্য৷ এর আগে দ্বিতীয় দিন কালো রঙের পোশাকে ভক্তদের হার্টবিট বাড়িয়ে তুলেছিলেন তিনি৷
বিনোদন ডেস্ক
তথ্যসূত্রঃ ইন্টারনেট
ছবিঃ গুগল