নির্মাতা-উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’ ছবিটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। ছবিতে জুটি বেঁধেছিলেন তৎকালীন আলোচিত জুটি রিয়াজ-শাবনূর। আলোচিত চলচ্চিত্র ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’ মুক্তির ১৬ বছর পর ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ নামে আরেক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন এই নির্মাতা-উপস্থাপক।
নির্মাতা স্বীকারও করলেন, ছবিটির সাফল্যের পেছনে এ জুটির ভূমিকা রয়েছে। এবারও কী পুরানো জুটিকেই হাজির করছেন পর্দায়? তবে তিনি বললেন শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২ ছবিতে “তারা থাকছেন না। দেশের বাইরে থেকে নেব নায়ক আর নায়িকা থাকবে দেশের। একেবারে নতুন জুটি নিয়ে আসবো। প্রতিষ্ঠিত কোনো জুটি থাকবে না।”
“শতভাগ কমেডি চলচ্চিত্র এটি। এই ধরনের সিনেমা নির্মাণ করতেই আমি স্বাচ্ছন্দবোধ করি। আর আগের সিনেমাটি আলোচিত ছিল। সেই দায়বদ্ধতা থেকেই এটি নির্মাণ করছি।” নামের মিল থাকলেও ছবিটিকে সিক্যুয়েল মানতে নারাজ বললেন দেবাশীষ।
শিল্পী নির্বাচনসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু করতে চান নির্মাতা। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
বিনোদন ডেস্ক
তথ্যসূত্রঃ ইন্টারনেট
ছবিঃ গুগল