আলো আসুক সবার প্রাণে। নতুন সময়ের সূর্য কিরণ আমাদের সবার প্রাণে নিয়ে আসুক নতুন আনন্দ, বেঁচে থাকার উদ্যোম। সে আলোয় দূর হোক আমাদের হৃদয়ের সব গ্লানি আর পুরনো জঞ্জাল। আমরা নতুন আশায় পথ চলি নতুন সময়ে, নতুন বছরে। বাংলা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি। ভালো থাকি আমরা সবাই মিলে এই প্রাণের বাংলায়।
নান্দনিক
জীবন কাব্য
Menu