শিল্পকলা একাডেমী মুল মঞ্চে এবার আসছে বিশ্বের নাট্যপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত ও আদৃত নাটক উইলিয়াম শেকসপিয়ারের ‘হ্যামিলেট’। আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় রয়েছে এই নাটকটির তৃতীয় মঞ্চায়ন। শিল্পকলা একাডেমরি প্রযোজনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন ও নির্দেশক আতাউর রহমান।
গত ৪০০ বছর ধরে এ নাটকটি বিশ্বের বহু দেশে বিরতিহীনভাবে মঞ্চায়িত হয়ে আসছে। উইলিয়াম শেক্সপিয়রকে স্মরণ করতে শিল্পকলা একাডেমির বছরব্যাপী অনুষ্ঠানমালার অন্যতম আয়োজন ছিল প্রয়াত কবি সৈয়দ শামসুল হক অনূদিত ‘হ্যামলেট’। প্রযোজনাটি প্রথম মঞ্চায়িত হয় গত ১৬ এপ্রিল।
‘হ্যামলেট’ লেখা হয় ১৫১৯ ও ১৬০২ খ্রিষ্টাব্দের মাঝামাঝি। বলা হয়ে থাকে, এটি শেক্সপিয়ারের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নাটক। যুবরাজ হ্যামলেটের বাবা ডেনমার্কের রাজা হ্যামলেটের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কাহিনির শুরু। রাজার মৃত্যুর পর তাঁর ছোট ভাই ক্লডিয়াস তাঁর সিংহাসনে বসেন এবং বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেন। বাবাকে হারানো এবং চাচার সঙ্গে মায়ের বিয়ে কিছুতেই মেনে নিতে পারে না যুবরাজ। এরই মধ্যে হ্যামলেটের বাবার আত্মা তাঁকে জানিয়ে যায়, সাপের কামড়ে নয়, কানে বিষ ঢেলে হত্যা করা হয়েছে তাঁকে।
মানব মনের জটিল চেতনা স্রোত আর গভীর দর্শনের ওপর ভিত্তি করে লেখা এই নাটকটি বহু যুগ ধরে বিশ্ব সাহিত্যের এক অমর সম্পদ হয়ে আছে। নাটকের নতুন প্রজন্মের দর্শকদের নাটকটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে শিল্পকলা একাডেমী।
বিনোদন ডেস্ক
তথ্যসূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি
ছবিঃ গুগল