ডুয়াল ক্যামেরাযুক্ত শাওমি মি এ১ স্মার্টফোন বাংলাদেশের বাজারে ছাড়া হয়েছে। শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটার সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড নতুন এ ফোনটি বাজার এনেছে। স্বল্পমূল্যে মানসম্মত ডিভাইস উৎপাদনের জন্য দেশে জনপ্রিয়তা পেয়েছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি।
নতুন এই মডেলটিতে শাওমি প্রথমবারের মতো ব্যবহার করেছে গুগলের স্টক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওয়ান যা অ্যান্ড্রয়েড ৭.১ (নুগাট) দিয়ে পরিচালিত হবে এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিও) সাপোর্ট করবে।
মি এ১ স্মার্টফোনের ডুয়াল রিয়ার ক্যামেরার দুটি লেন্সই ১২ মেগা-পিক্সেল। এর ক্যামেরা স্বল্প আলোতেও ভালোমানের ছবি ধারণ করতে সক্ষম। মি এ১ স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও ধারণ করা যায়। হ্যান্ডসেটে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট আছে যার সর্বোচ্চ ক্ষমতা ২ গিগাহার্টজ। যা দিয়ে এর ব্যবহারকারীরা কোন প্রকার সমস্যা ছাড়া যেকোন অ্যাপ্লিকেশন চালাতে এবং গেম খেলতে পারবেন। ফোনে আছে শক্তিশালী ৪ গিগাবাইটের র্যাম এবং ৬৪ গিগাবাইটের বিশাল ধারণক্ষমতা সম্পন্ন ইন্টারনাল স্টোরেজ, যা ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
হ্যান্ডসেটে আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ডিভাইসটির বডি বা বাইরের অংশ সম্পূর্ণ মেটাল। ডিভাইসের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অন্য সব শাওমি স্মার্টফোনের মতো এতে ইনফ্রারেড সেন্সর আছে। এতে ব্যবহার করা হয়েছে ৩০৮০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনটি ৩জি ও ৪জি নেটওয়ার্ক সমর্থন করবে। সেটটি পাবেন সাশ্রয়ী মূল্যে অ্যাকুয়া গ্যাজেটে মাত্র ২০,৬৯০ টাকাতে। (https://www.facebook.com/aquagadget).
সাইফ তনয় (টেক ব্লগার)
ছবিঃ গুগল