আহসান শামীমঃ টেস্ট র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে এখন ভারতের রবিন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৭০ রানের অপরাজিত ইনিংসের পর সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা পারফর্মেন্স দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। এর ফলে আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন জাদেজা। বর্তমান জাদেজার রেটিং পয়েন্ট ৪৩৮। দুই নম্বরে নেমে আসা সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১ । পার্থক্য ৭ পয়েন্টের । যদিও বিশ্ব ক্রিকেটে সাকিবই একমাত্র খেলোয়াড় যিনি এর আগে দুবার বিশ্ব অলরাউন্ডারের খেতাব হারিয়েও নিজের যোগ্যতায় আবারও সেই আসন দখল করেছেন। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে তিন নম্বরে আছেন আরেক ভারতীয় রবি আশ্বিন। ৪১৮ রেটিং পয়েন্ট নিয়ে । এদিকে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মত সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের মইন আলি। ওল্ড ট্রাফোর্ড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ফিফ আর বল হাতে পাঁচ উইকেট শিকার করে চতুর্থ টেষ্ট অলরাউন্ডার মইন আলির ৪০৯ পয়েন্ট । পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
এদিকে বাংলাদেশ সফরের আগেই টেষ্ট ক্রিকেটে তৃতীয় স্থানে থাকা অজিদের জন্য দূঃসংবাদ টেষ্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে নেমে যাওয়া । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয়ায় ১০৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া টপকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইংল্যান্ড। অপরদিকে ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে নেমে গেছে অজিরা। ইংলিশদের কাছে সিরিজ হারলেও র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১১০। আর সদ্য লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয়া ভারত ১২৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সবার শীর্ষে। এই তালিকায় বাংলাদেশ রয়েছে নবম স্থানে। টাইগারদের পয়েন্ট বর্তমানে ৬৯।
চলতি মাসের ১৮ তারিখে ১১ বছর পর বাংলাদেশ সফরে আসছে অষ্ট্রেলিয়া । ক্রিকেট বিশ্বের নজর বাংলাদেশ বিপেক্ষে অষ্ট্রেলিয়ার দুই টেষ্ট । টেষ্ট ড্র বা হেরে গেলে অষ্ট্রেলিয়ার জন্য পয়েন্ট টেবিলে বড় ধাক্কা হয়ে আসতে পারে। ‘অভিজ্ঞ’ হাথুরুসিংহেই হতে পারেন অস্ট্রেলিয়া বধের মূল অস্ত্র এমনটাই মনে করছেন অনেকে। যদিও হাতুড়াসিংহকে ভাবচ্ছে ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলের মানসিকতার বিষয়টা নিয়ে। ‘তিন স্পিনার ও দুই পেসারে অজিবধের স্বপ্ন এখন বাংলাদেশের ।
অষ্ট্রেলিয়া দলের এশিয়া উপমহাদেশে পারফরমেন্স এতোটা ভালো নয়। গত ১০ বছরে অস্ট্রেলিয়া এশিয়ার মাটিতে তারা ২২ টেস্ট খেলেছে, জিতেছে মাত্র দুটাতে। আর ড্র করেছে ৫টা আর হার ১৫টাকে । গত পাঁচ বছরে পারফরমেন্স অনুযায়ী এশিয়ায় অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তিনি ১১ ম্যাচে ৫১.৪৭ গড়ে করেছেন ১০৮১ রান।২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত এশিয়ায় টানা তিনটা টেষ্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া দল। ২০১৩ সালের ফেব্রুয়ারি- মার্চে ভারতের বিপক্ষে, ২০১৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ও ২০১৬ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ধবল ধোলাই হয়েছিল তারা। এসব পরিসংখ্যান আর অভিজ্ঞতা থেকে, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করছেন বাংলাদেশ সিরিজ খুব একটা সহজ হবে না স্টিভেন স্মিথের দলের জন্য। বাংলাদেশ সফর নিয়ে চ্যাপেল বলেন,‘সিরিজটা কঠিন হবে আর আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়া দলও এটা জানে। কন্ডিশনের কারণে অস্ট্রেলিয়া দল কঠিন সমস্যায় পড়বে এবং বাংলাদেশ দলও গত ১২-১৮ মাস ধরে বেশ উন্নতি করেছে।’
ছবিঃ গুগল