মাহে রমযান মাস যে মাথায় রেখেই বাংলাদেশে এই প্রথমবারের মতন মূলধারার কাওয়াল পাভেল রাহমানের কম্পোজিশানে শিল্পী আলাউদ্দিন কাওয়ালের কণ্ঠের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
মিউজিক কম্পোজিশানের বৈচিত্র্য, মেলোডী সুর আর বাদ্যযন্ত্রের সঠিক প্রোয়গ এর দিকে লক্ষ্য রেখেই তিনি তার মিউজিক কম্পোজ করেছেন। নতুন নতুন শিল্পী বানানোর আর তাদের সুযোগ করে দেয়া পাভেল রাহমানের লক্ষ্য।সেই ধারাবাহিকতায় শিল্পী আলাউদ্দিন কাওয়াল এর মিউজিক ভিডিও আপনাদের সামনে।শিল্পী আলাউদ্দিন উপমহাদেশের প্রখ্যাত মরমি গিতিকার সুরকার আব্দুল গোফুর হালি সাহেবের নাতি। পাভেল রাহমান ইতিমধ্যে দেশের বাইরের অনেক শিল্পীর সাথে কাজ করছেন। তারমধ্যে আমেরিকার ক্যারোলাইনা, কানাডা, শাশি আয়ারল্যান্ড উল্লেখ যোগ্য।
বিনোদন ডেস্ক
https://www.youtube.com/watch?v=kPI7XXOHk3I&feature=youtu.be