ম্যাডোনা নিজের নগ্ন ছবি প্রকাশ করে আবার আলোচনায় চলে এসেছেন। ৬১ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি শরীরের ওপরের অংশে পোশাক ছাড়া একটি সেলফি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তার শরীরে সঙ্গী হিসেবে রয়েছে কালো প্যান্টি, কালো হ্যাট আর হাতের তলায় একটি ক্র্যাচ। ছবির নিচে তিনি লিখে দিয়েছেন, ‘সবারই ক্র্যাচ থাকে’।
ম্যাডোনা ভক্তরা এই ছবি দেখে পাগলপারা। পোস্ট করার সঙ্গে সঙ্গে হাজার হাজার লাভ সাইন পাঠিয়ে তারা অভিনন্দন জানান তাদের প্রিয় এই গায়িকাকে। এক ভক্ত সেই ছবির নিচে লিখেছেন, ‘কুইন অফ এভরিথিং’।
এ ধরণের চমক অবশ্য ম্যাডোনার জন্য নতুন কিছু নয়। গত মে মাসেও তিনি এরকম খোলামেলা ছবি পোস্ট করে আলোচিত হয়েছিলেন।
বয়সের ঘোড়া তাকে ষাটের ঘরে পৌছে দিলে গোটা বিশ্বের মিডিয়ায় বহু লেখালেখি হয়েছে। নিউইয়র্ক টাইমসে বিশাল প্রতিবেদন ছাপা হয়েছে ম্যাডোনার জীবন নিয়ে। ষাটে পৌঁছে ম্যাডোনা তার নিন্দুকদেরও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘গত ৩৪ বছর ধরে আমি আমার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আপনারা সমালোচনা করেছেন, গালাগাল করেছেন, নানা ধরণের দুর্নাম ছড়িয়েছেন। তবু আপনাদের আমি ধন্যবাদ জানাই। কারণ আপনারা শেষতক আমার ক্ষমতাকে স্বীকার করতে বাধ্য হয়েছেন।’
প্রাণের বাংলা ডেস্ক
তথ্যসূত্র ও ছবিঃ ইয়াহু এন্টারটেইনমেন্ট, ইউএসএ টুডে