বলিউডে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি মানেই ভারত-পাকিস্তান যুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আগেও বহুবার বলিউডি ছবির গল্পে ধরা পড়েছে নানাভাবে। এর মধ্যে ‘যুদ্ধশিশু’ (চিলড্রেন অব ওয়ার), ‘১৯৭১’, ‘১৬ ডিসেম্বর উল্লেখযোগ্য। আর খণ্ডচিত্রে মুক্তিযুদ্ধ দেখা গেছে, ভারতীয় বাংলা ছবি ‘গহনার বাক্সে’।এছাড়া বলিউডের ‘গুন্ডে’ ছবিটি মুক্তিযুদ্ধকে বিতর্কিতভাবে তুলে ধরায় সমালোচিতও হয় বাংলাদেশে। সর্বশেষ ‘গাজি’ নামের আরও একটি ছবি নির্মাণ করা হয় ভারতে। যেখানেও মুক্তিযুদ্ধকে শুধু ভারত-পাকিস্তান যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে।
এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয় করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরী একটি সিনেমায়। ছবিতে আলিয়া এবার কাশ্মীরি কন্যা। এখানেও ছবির গল্প সেই পাক ভারত যুদ্ধই।
এতে দেখা যাবে, আলিয়া ভারতীয় নারী হয়ে পাকিস্তানি এক সেনাকে বিয়ে করেন। ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতেই এ কাজ করেন তিনি।
ছবিতে ভারতীয় মেয়ে আলিয়া ও পাকিস্তানি হিসেবে থাকবেন ভিকি কৌশল। ছবিটির শুটিং শুরু হবে আগামী জুলাইয়ে।
প্রসঙ্গত, আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে। খুব শিগগিরই অয়ন মুখার্জির ‘ড্রাগন’ ছবিতে দেখা যাবে ২৪ বছর বয়সী এ অভিনেত্রীকে।
বিনোদন ডেস্ক
তথ্যসূত্রঃ ইন্টারনেট
ছবিঃ গুগল