বর্তমান সময়ে স্মার্টফোন বুদ্ধাদের কাছে শাওমি এখন এক হাইপার ব্র্যান্ড। অনেক অল্প সময়ে সমগ্র পৃথিবীতে বিশাল মার্কেট তৈরি করে নিয়েছে ‘চীনের অ্যাপল’ খ্যাঁত শাওমি । গতকাল চায়নার মার্কেটে ছাড়া হল শাওমী মি ৫ এক্স । শাওমি এক্স ওয়ানের পর শাওমী এবার ছেড়েছে শক্তিশালী মিডরেঞ্জ কিলার শাওমী মি ৫ এক্স। শাওমীর নিজস্ব ফোরাম মিউ ডট কম নতুন এই ফোনের বেশ কিছু ছবি ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। অথ্যানুসারে, মি৫ এক্স এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। এর সাথে সমন্বয় ঘটানো হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রোমের। মাইক্রোএসডির জন্য আলাদা কোন স্লট থাকবে কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। সময় এখন ডুয়েল ক্যামেরার, শাওমী এই ফোনের ক্ষেত্রেও ট্রেন্ডের বাইরে যাচ্ছে না। থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা। সেন্সর হিসেবে ব্যবহার করেছে OV12A10 OmniVision সেন্সর + OV13880 OmniVision সেন্সর। রিয়াল ক্যামেরা ডুয়েল ১২ মেগাপিক্সেল, সেলফি ক্যামেয়া হিসেবে থাকছে স্যামসাং S5K5E8 সেন্সর সমৃদ্ধ ৫ মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ২.৫ ডি কার্ভড গ্লাস ব্যবহার করা হয়েছে, থাকছে ৩০৮০ এমএএইচ (mAh) ব্যাটারি। ফোনটির দাম হবে ২৯৫ ডলারের মত। তবে বাংলাদেশর বাজারে অফিসিয়াল ভাবে আসতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
শাহারিয়ার স্বপন,
মার্কেটিং এন্ড সেলস, অ্যাকুয়া গ্যাজেট ডট কম।
ছবি ও তথ্যঃ ইন্টারনেট।