0
আহসান শামীমঃ ইমার্জিং এশিয়া কাপ খেলতে মিরাজকে শ্রীলংকা থেকে ঢাকায় ফেরত পাঠানো হয় । লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর হঠাৎ করেই শ্রীলংকা থেকে মিরাজের প্রয়োজনীয়তা অনুভব করেন টিম ম্যানেজমেন্ট । ইমার্জিং কাপ থেকে মিরাজের নাম প্রত্যাহার করে বিসিবির আচমকা সিদ্ধান্তে এই তরুণ অলরাউন্ডারকে আবার লঙ্কাদ্বীপে পাঠানো হচ্ছে। আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে যোগ দেবেন তিনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মূলত টিম কম্বিনেশন ও প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় একজন অফ স্পিনারকে চাইছে টিম ম্যানেজমেন্ট। নান্নু বলেন , ‘ওদের দলে পাঁচ জন বাঁহাতি ব্যাটসম্যান। আমাদের স্পিনারও বেশীরভাগ বাঁহাতি। তাই একটা বৈচিত্র দরকার ছিলো। সে জন্য মিরাজকে পাঠালাম আমরা। ‘ স্কোয়াডে থাকা অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোমের পারফর্মেন্সে ম্যানেজমেন্ট সন্তুষ্ট নয় বলে জানা যায়। মিরাজে সমাধান খুঁজছেন টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে মিরাজের বদলী হিসেবে সুযোগ পেয়েছেন অফ স্পিনার নাইম হাসান। এক্ষেত্রে মিরাজের ওয়ানডে অভিষেক হওয়া এখন সময়ের ব্যাপার আর সেটা হতে যাচ্ছে লঙ্কানদের বিপক্ষে ।
এদিকে প্রস্তুতি ম্যাচ শেষে বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের জন্য ডাম্বুলার উদ্দেশ্যে রওনা দেয় মাশরাফি বাহিনী আজ বেলা দুইটায় ডাম্বুলায় পৌঁছেছে বাংলাদেশ দল।
ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।