0

মাহমুদ খুরশিদ
ফিরিয়ে দাও
নিঃস্ব করেছো আমায়,কি নিঠুর ছলনায়।
তুমিহীনা এ হৃদয় আমার,একাকী অসহায়।
নিঃস্ব করেছো আমায়,কী নিঠুর ছলনায়।
তুমিহীনা এ হৃদয় আমার,একাকী অসহায়।
পেয়ে হারানোর বেদনায়,পুড়ে চলেছি সারাক্ষণ।
কেন তুমি মিছে মায়ায়,বেঁধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
আমার হৃদয়জুড়ে,শুধু তুমিই ছিলে।
যত সুখ ছিল মনে,কেন মুছে দিলে।
পেয়ে হারানোর বেদনায়,পুড়ে চলেছি সারাক্ষণ।
কেন তুমি মিছে মায়ায়,বেঁধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
অকারণ অভিমানে তুমি চলে যেও না।
মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না।
পেয়ে হারানোর বেদনায়,পুড়ে চলেছি সারাক্ষণ।
কেন তুমি মিছে মায়ায়,বেঁধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
নিঃস্ব করেছ আমায়,কি নিঠুর ছলনায়।
তুমি হীনা এ হৃদয় আমার,একাকী অসহায়।
পেয়ে হারানোর বেদনায়,পুড়ে চলেছি সারাক্ষণ।
কেন তুমি মিছে মায়ায়,বেঁধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
স্বপ্ন ভঙ্গ
কত স্বপ্ন ছিলো দু’চোখে
কত আশা ছিলো এই বুকে
কত প্রেম কত কথা
কত হাসি গান
সে হাসি নেই তো আজ
হয়ে গেছে ম্লান।।
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।
বেদনায় কেঁদে উঠে মন যে আমার
ব্যথার সাগরে মিশে হয় একাকার
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।
কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়
স্মৃতির সড়কে এসে থমকে দাঁড়ায়।
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো।।
আশা
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
প্রতিদিন আমার মনে পড়ে তোমার
অতীত স্মৃতিগুলো
ভালোবাসা মনে আশা ছিলো
কেন এমন হলো
তোমাকে ভেবে মন আমার
উদাস হতে চায়
চলে গেলে কোথায়
কোন দুর অজানায়
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
স্বপন নেই চোখে, আশা নেই বুকে
ভেঙ্গে গেল ঝড়ে
আবেগ নেই মনে, শুধু তোমায় পড়ে
আমার মনে
ব্যাথারই স্রোতে মন আমার
হারাতে যে চায়
চলে গেলে কোথায়
কোন দুর অজানায়
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার।