চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে গুড়িয়ে গেছে টিম ইন্ডিয়া। আর এতেই ভারতের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে বিক্ষোভ।ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। চলছে খেলোয়াড়দের নিয়ে ট্রোল। কানপুরে বিক্ষুব্ধ সমর্থকরা ভারতীয় খেলোয়াড়দের ছবিতে আগুন ধরিয়ে দিয়েছে। উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কায় বিরাট কোহলী আর ধোনির বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাবাহিনী।
ভারতীয় বিভিন্ন পত্রিকা এসব খবর জানিয়েছে।
ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছিলো তাদের দল ফাইনালে হেসেখেলে জিতে নেবে ট্রফি। কিন্তু ঘটনা ঘটেছে তাদের অনুমানের ঠিক উল্টো।১৮০ রানে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হারের বদলা নিল পাকিস্তান।
কাপ হাতছাড়া হওয়ায় সমর্থকরা ভীষণ ক্ষুব্ধ। অনেকেই আবার এক ধাপ এগিয়ে বিরাট কোহলীর ছবিতে ফটোশপ কাজে লাগিয়ে ধরিয়ে দিয়েছে ট্রফির বদলে কমোড। সেই ব্যক্তি টুইটারে ছবিটি পোস্ট দিয়ে টৃইট করে দিয়ে লিখেছেন ‘ভারতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাপটি জিতেছেন বিরাট।’ এখানেই শেষ নয়, পাণ্ডিয়ার আউট নিয়েও শুরু হয়েছে ট্রোল। তাঁকে এবং জাদেজাকে নিয়ে বেশ কিছু ছবিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী হাসাহাসি হচ্ছে বুমরাহর নো-বল করা নিয়েও।
খেলার জগৎ ডেস্ক
তথ্যসূত্রঃ ইন্টারনেট
ছবিঃ সংবাদ প্রতিদিন ( কলকাতা)