আহসান শামীমঃ প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। ঠিক তখনই বড় এক ধাক্কা এলো। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তামিম ইকবালের।এমন কি তামিমের ওয়ান ডে খেলা নিয়েও শঙ্কায় টিম ম্যানেজমেন্ট।দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করার সময় ফিল্ডিং করতে গিয়ে সেই একই জায়গায় আবারও আঘাত পান তামিম।পচেফস্ট্রুমে ডাক্তার দেখানো হলে চার সপ্তাহের বিশ্রামের পরার্মশের পরও তামিম মাঠে নামেন।আবারও সেই জায়গায় নতুন করে চোট ডাক্তারের পরার্মশ আবারও চার সপ্তাহের বিশ্রাম নিতে হবে তামিমকে। অবশ্য টাইগার টিম ম্যানেজমেন্ট তামিম ওয়ান ডে খেলতে পারবেন না সেরকম কিছু ভাবতে নারাজ।যদিও তাঁরা স্বীকার করছেন ব্লুমফন্টেইন টেষ্ট খেলতে পারবেন না তামিম।
ব্লুমফন্টেইন টেস্টে তামিম খেলতে না পারলে সৌম্য সরকার এবং ইমরুল কায়েসকে দেখা যাবে ওপেনিংয়ে। সেক্ষেত্রে ব্লুমফন্টেইনে নতুন ওপেনিং জুটি পেতে যাচ্ছে সাদা পোষাকের টাইগাররা।
অন্যদিকে দুই ম্যাচ টেষ্ট সিরিজ শেষে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার ওয়ানডে ম্যাচের লড়াই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বাগতিক দক্ষিন আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সেজন্য ৮-৯ তারিখের মধ্যেই দক্ষিন আফ্রিকার উদ্দেশ্যে উড়ে যাবেন মাশরাফি ও সাকিব আল হাসান। ওয়ান ডে দলে নাসির হোসেনের নাম যুক্ত হতে পারে। তবে সেক্ষেত্রে অপেক্ষা হেড কোচ হাতুড়াসিংহের চূড়ান্ত অনুমোদন। টাইগার দলে জায়গা পেতে হলে এখন সেটা বাধ্যতামূলেক ।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জেতার পরও পিচ নিয়ে সমালোচনা করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস।যদিও প্রোটিয়ারা ম্যাচ জেতে ৩৩৩ রানে।বাংলাদেশের বিপদ বাড়াতে দ্বিতীয় টেস্টে তাই আরও পেসবান্ধব এবং বাউন্সি পিচের অনুরোধ জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।সাথে পিচে বাড়তি ঘাসও চেয়েছেন।আগামী শুক্রবার ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে শুরু হবে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট।
ছবিঃ গুগল