ঢাকাই ছবির আলোচিত নায়িকা হয়ে গেছেন শবনম বুবলি। কিছুদিন আগে শাকিব খান আর অপু বিশ্বাসের লড়াইয়ে জনপ্রিয়তা আর আলোচনার পারদ উপরে উঠেছে বুবলির। ‘বসগিরি’, ‘শুটার’ দুটি ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছেন আলোচিত এই নায়িকা। তবে শাকিব-অপু দন্দ্বের এক কেন্দ্রীয় চরিত্র বনে যাওয়ায় এখন মিডিয়ার দৃষ্টি বুবলির দিকে।
বুবলী অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবিতে। এ নায়িকার ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও এক সুখবর। এ ছবির মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন নতুনভাবে।
বুবলী বলেন, ‘আমি অনেক বদলে গেছি ‘রংবাজ’ ছবিটির চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে। আমার আগের ছবিগুলো থেকে এই ছবির গেটআপ, লুক-এ আমূল পরিবর্তন দেখতে পাবেন দর্শকরা। পোশাক-আশাকেও থাকবে বৈচিত্র। মোটকথা আমি আসছি নতুনভাবে।’
তিনি বলেন, ‘নতুন এই ছবির জন্য ওজন কমিয়েছি। চুলের স্টাইলে পরিবর্তন এনেছি। তাছাড়া চুলের রং-ও পরিবর্তন করতে হয়েছে। এই ছবিতে চরিত্রটাও বেশ ব্যতিক্রমী। সবমিলিয়ে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
বুবলী বিশ্বাস করেন, ক্যারিয়ারের চতুর্থ ছবির এই মিশনেও তিনি সফল হবেন।
বিনোদন ডেস্ক
ছবিঃ গুগল