জনপ্রিয় ও বহূল পরিচিত প্রাণের বাংলা ডট কম এ বিজ্ঞাপণ দিতে আগ্রহীরা প্রয়োজনীয় তথ্য ও সুবিধাদী সম্পর্কে জানতে নিচের যোগাযোগ ফরম ব্যবহার করুন। অথবা যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর এবং যিনি ইমেলটি করছেন তাঁর নিজের নাম, প্রাতিষ্ঠানিক পদ/পদবি ও ফোন নম্বর জানিয়ে লিখুন ads@pranerbangla.com এই ইমেইল ঠিকানায়।
বিজ্ঞাপন নীতিমালাঃ
১. যেকোনো বিজ্ঞাপন প্রকাশ অথবা বন্ধ করার অথবা বিশেষ বা জরুরি কারণে এক দিন আগে-পরে প্রকাশের ব্যাপারে প্রাণের বাংলা ডট কম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। বিজ্ঞাপণের জন্য নির্ধারিত জায়গাটিতে বিজ্ঞাপণ সংক্রান্ত যে কোন বিষয়বস্তু, ছবি ও লেখার জন্য প্রাণের বাংলা ডট কম ব্যবহারকারী বা কর্তৃপক্ষ সম্পৃক্ত নয়/থাকবেনা।
২. বিজ্ঞাপনের বিষয়বস্তু অবশ্যই সাত দিন আগে প্রাণের বাংলা ডট কম কার্যালয়ে পৌঁছাতে হবে।
৩. প্রতিটি বিজ্ঞাপন প্রকাশের জন্য অবশ্যই অফিসিয়াল প্যাড এ লিখিত অনুমুতি পত্র ও বিজ্ঞাপনের ছবি পাঠাতে হবে ।
৪. প্রতিটি বিজ্ঞাপন নির্দিষ্ট মূল্যপ্রাপ্তির পরই বিজ্ঞাপন প্রকাশ হয়।
৫. দিন আগে ভিত্তিতে প্রাণের বাংলা ডট কম বিজ্ঞাপন বুকিং নিয়ে থাকে ।
৬. কোনো বিজ্ঞাপন বাতিল করার সর্বনিম্ন সময় হচ্ছে ১ (এক) দিন।
আপত্তিকর বিজ্ঞাপন আসলে যা করবেনঃ
প্রাণের বাংলা ডট কম সাইটে প্রকাশিত সব বিজ্ঞাপন গুগলের ডবল ক্লিকের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। গুগল তার নীতিমালা অনুযায়ী কখনো সমাজের পক্ষে ক্ষতিকর যেমন তামাক, মাদক, মদ বা আপত্তিকর সাইটের বিজ্ঞাপন প্রকাশ করে না। তারপরেও আপনার পার্সোনাল কম্পিউটার (পিসি) বা ল্যাপটপে, মোবাইল , ট্যাবলেট পিসিতে প্রাণের বাংলা ডট কম সাইট দেখার সময় এ ধরনের বিজ্ঞাপন দেখা গেলে আপনি কম্পিউটারের ক্যাশ / কুকি / হিস্ট্রি ক্লিয়ার করুন। আশা করা যায়, এ সমস্যা থাকবে না। আর সমস্যা অব্যাহত থাকলে আপনার ব্যবহৃত কম্পিউটারটি ভালো কোনো টেকনিশিয়ানকে দেখান। প্রাণের বাংলা ডট কম সব ব্রাউজার সমর্থন করে ।