হলিউডে জোর গুজব, অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের ভাঙ্গা ঘর আবার জোড়া লাগতে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই আদালতে ঠুকে রাখা ডিভোর্সের মামলা নিয়ে আর উচ্চবাচ্চ করছেন না এই আলোচিত তারকা দম্পতি। সম্প্রতি ‘ইউএস উইকলি’ নামে একটি পত্রিকা এমন খবরই জানিয়েছে। তাদের কাছে এই খবরের উৎস জোলি-পিটের এক ঘনিষ্ট মানুষ।
এখন থেকে ঠিক এক বছর আগে পারিবারিক কলহের জের ধরে আলোচিত এই শিল্পী দম্পতির সংসারে ঝড় ওঠে। জোলি আদালতে মামলা আনেন বিবাহ বিচ্ছেদের। পিটের বিরুদ্ধে তার অভিযোগ ছিলো বড় ছেলের গায়ে হাত তোলা।
তাদের ঘনিষ্ট একটি মহল জানিয়েছে, কিছুদিন আগে জোলি এমন মন্তব্যও করেছেন যে, ব্র্যাড পিট যদি নিজেকে শুধরে নিয়ে আবার সংসার দেখাশোনা করে তাহলে তিনিও পুরো বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে পারেন। সূত্রের খবর হচ্ছে এরকম ইতিবাচক ভাবে ভাবছেন পিটও। তিনি এবার আবারো জয় করে নিতে চান জোলিকে। পত্রিকাটি লিখেছে, এই দম্পতি যদি ঘোষণা দেন যে তারা আর বিচ্ছেদ মামলা চালাতে চান না তাহলেও বিষ্মিত হওয়ার কিছু নেই। তাদের ঘিরে সুবাতাস বইছে।
বিনোদন ডেস্ক
তথ্যসূত্র ও ছবিঃ ই নিউজ