0
ছবির জন্য ২০ দিনের শিডিউল দিলেন মাহিয়া মাহি। তবে এই শিডিউল কোনো ছবির শুটিংয়ের জন্য না। ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রচারণায় এই সময় দেবেন মাহি। আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে মাহির নতুন ছবিটি। ২০ অক্টোবর মুক্তি পাবে আন্তর্জাতিক বাজারে। এ উপলক্ষে টানা কয়েকটি দিন দেশের বাইরে কাটাবেন এ অভিনেত্রী। ‘ঢাকা অ্যাটাক’ পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। মাহির বিপরীতে আছেন আরিফিন শুভ। মাহি বলেন, ‘ছবির প্রচারণায় কানাডা ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশে যাব। ১২ অক্টোবর থেকে আমার ২০ দিনের শিডিউল নিয়েছেন পরিচালক দীপঙ্কর দীপক। প্রতিটি দেশে তিন দিন করে সফর করার কথা রয়েছে।’ ২০১৬ সালের জানুয়ারিতে ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং শুরু হয়। দৃশ্যায়ন হয় বাংলাদেশ ও মালয়েশিয়ায়। ছবিতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ। বাংলাদেশের পুলিশের কর্মকর্তা সানী সানোয়ারের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ছবিটি। এটি মুক্তি পাবে বাংলা, মালয় ও ইংরেজি ভাষায়।
বিনোদন ডেস্ক
তথ্যসূত্রঃ ইন্টারনেট
ছবিঃ গুগল