প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংস মনে করেন, অস্তিত্ব রক্ষা করতে হলে আগামী এক শতাব্দীর মধ্যেই মানবজাতিকে পৃথিবী ছাড়তে হবে। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও গ্রহাণু পাতের হাত থেকে রক্ষা পেতে আগামী একশো বছরের মধ্যে অন্যগ্রহে চলে যেতে হবে মানুষকে৷ বিবিসির একটি বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান Tomorrow’s World-এ একথা স্বীকার করেছেন তিনি৷ পৃথিবীর বাইরে মহাকাশে কেমন ভাবে দিন গুজরান করতে পারে মানুষ সেই লক্ষেই পৃথিবী ঘুরে বেড়ানোর কথা রয়েছে স্টিফেন হকিংস ও তাঁর প্রাক্তন ছাত্র খ্রিস্টোফা গালফ্রেডের৷
বিবিসি-র তৈরি একটি তথ্যচিত্রে হকিংস বলেছেন, পৃথিবীতে মানুষের বসবাসের সময় কমে আসছে৷ ফলে বাঁচতে হলে এখনই মানুষের উচিত অন্য গ্রহে বসবাসের ব্যবস্থা করা৷ মানুষের অত্যাধিক প্রযুক্তির ব্যবহার শেষ করে দেবে মানুষ্য জগৎকে৷ গত মাসেই একথা বলেছিলেন বিজ্ঞানী৷ জানিয়েছিলেন, ওয়ার্ল্ড গভর্নমেন্ট একমাত্র রক্ষা করতে পারে এই বিনাশকে৷ হকিংস বলেছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব, উল্কার আঘাত, মহামারি এবং জনসংখ্যা বৃদ্ধি এই গ্রহটিকে ‘ক্রমাগতভাবে বিপজ্জনক’ করে তুলেছে। অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদের এই পৃথিবী ত্যাগ করা প্রয়োজন।
ছবি ও তথ্যঃ ইন্টারনেট।