২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান খালেদ খান। তার জন্ম ১৯৫৭ সালের ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলে। অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনা দিতেন তিনি। খালেদ খান নির্দেশিত উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে— ‘মুক্তধারা’, ‘পুতুল খেলা’, ‘কালসন্ধ্যা’, ‘স্বপ্নবাজ রূপবতী’, ‘মাস্টার বিল্ডার’ ও ‘ক্ষুদিত পাষাণ’।
টেলিভিশনে খালেদ খানের অভিনয়ে জনপ্রিয়তা পায় ‘রূপনগর’ ‘এই সব দিনরাত্রি’, ‘কোন কাননের ফুল’, ‘মফস্বল সংবাদ’, ‘অথেলো এবং অথেলো’, ‘দমন’, ‘লোহার চুড়ি’ ও ‘সকাল সন্ধ্যা’ নাটকগুলো।
৯ ফেব্রুয়ারী ছিলো খালেদ খানের ৬০তম জন্মদিন। এ উপলক্ষ্যে খালেদ খানের মেয়ে কণ্ঠশিল্পী ফারহিন খান জয়িতা ছুটির দিনের কথা মাথায় রেখে ২৫ ফেব্রুয়ারি জন্মদিন অনুষ্ঠানটি পালন করেন।
‘যু্বরাজের ৬০তম জন্মদিন’ অনুষ্ঠানে খালেদ খানের স্ত্রী শিল্পী মিতা হক ও তার সুরতীর্থের গান ছিলো। আরও ছিলো মামুন জাহিদ ও জয়িতার পরিবেশনা, নাচ ছিলো নৃত্যশিল্প শর্মীলা বন্দ্যোপাধ্যায়ের, ‘ঈর্ষা’ নাটক থেকে পাঠ করেন শাহীন খান, ‘পুতুল খেলা’ নাটকের অংশবিশেষ করেন কণ্ঠশীলন।আরও ছিলো খালেদ খানকে নিয়ে স্মৃতিচারণ। স্মৃতিচারণ করেন মিতা হক, লাকি ইনাম, কাজী আনিস আহমেদ, মাসুম রেজা, আবু সাইয়ীদ, আফসানা মিমি ও শম্পা রেজা।