লন্ডন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলা টেলিভিশন চ্যানেল ইয়ুথ বাংলা টিভি । চ্যানেলটির সিইও রাকিবুল বাসার বলেন, ইয়ুথ বাংলা টিভি চ্যানেলটি প্রবাসের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন রচনায় কাজ করবে। নতুন প্রজন্মের জন্য বিশেষ অনুষ্ঠানমালা ছাড়াও প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরবে ইয়ুথ বাংলা । ইতোমধ্যে ইউকে , ইউএসএ , সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কানাডায় চ্যানেলটির সম্প্রচার চলছে ।পুরো ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সম্প্রচারের ঘোষণা দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
জানা যায় , লন্ডন, হংকং এবং ঢাকা থেকে তিনটি আলাদা বেজস্টেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে ইয়ুথ বাংলার সম্প্রচার কার্যক্রম। সার্ভার, মোবাইল অ্যাপস,আইপি টিভি, ক্যাবল এবং স্যাটেলাইট-এই পাঁচটি মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড।
এ্যাপস্টার সেভেন স্যাটেলাইটের মাধ্যমে চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করে উন্নত ট্রান্সমিশন কোয়ালিটি নিয়ে আসছে চ্যানেলটি ।
২৪ ঘন্টার সম্প্রচারে থাকবে নাটক, ফিল্ম, টকশো, লাইভ ইভেন্ট, রিয়েলিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বাংলার প্রান্তিক মানুষের জীবন কথা তুলে আনা সহ সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দু:খ, অর্জন, সংগ্রাম এবং বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই চ্যানেলের মূল লক্ষ্য।
প্রচলিত গণমাধ্যম সাংবাদিকতার ধারাকে বদলানোর প্রত্যয়ে কাজ করবে এই চ্যানেল। ঢাকা ও লন্ডন স্টুডিওতে ইতোমধ্যে চলছে অনুষ্ঠান নির্মাণের কাজ ।www.youthbanglatv.com ওয়েবসাইটের মাধ্যমে চ্যানেলটির অনলাইন সম্প্রচার দেখা যাবে ।
বিনোদন ডেস্ক