আহসান শামীমঃ ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে মাঠে ২৫৭ রান করে হারেনি কোন দল। এই মাঠে ২২৯ রানের বেশি সংগ্রহ গড়েই হারেনি কোন দল। ব্যতিক্রম ২০১৩ সালে ক্লনটার্ফে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৬৬ রান তুলেছিল পাকিস্তান। পরে তা টপকে ২৭৫ তুলে ফেলে আয়ারল্যান্ড। বৃষ্টি আইনে লক্ষ্যটা ২৭৬ হওয়ায় ম্যাচটা টাই হয়েছিল। বাকি সব দলই ২২৯ রানের উপরের সংগ্রহকে নিরাপদ প্রমাণ করেছে।সব মিলিয়ে পরে রান তাড়া করতে নেমে এই মাঠে ২৪০ রানই সর্বোচ্চ সংগ্রহ ছিল কোন দলের। মাশরাফির বাংলাদেশ সেই ইতিহাস সমুন্নত রাখার পরীক্ষায় হেরে গেল নিউজিল্যান্ডের কাছে । স্পিন নির্ভর পিচে বাংলাদেশের স্পিনারদের ব্যার্থতার মাশুল গুনতে হলো পরাজয়ের মধ্যে দিয়ে।
আয়ারল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যে আজ বুধবার আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে বৃষ্টির সম্ভাবনার কথা জানান হয়েছিল। বৃষ্টি হয়নি । আকাশ ছিল পরিস্কার । টস ভাগ্যটা বরাবরের মত বাংলাদেশের সহায়ক ছিল না । টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ । তামিম-সৌম্যর ব্যাটে দুর্দান্ত সূচনা বাংলাদেশের, উদ্বোধনীতে ৭২। রানরেট তখন পাঁচের কাছাকাছি। ফিরলেন তামিম। তাকে অনুসরণ করলেন সাব্বির। এরপর সৌম্য, সাকিবও চলে গেলেন। মিডলঅর্ডারের এমন যাওয়া আসায় ২০ ওভারের পর রানরেট বেশ কমতে শুরু করে। ২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২। রানরেট ৪.৫৭। মিডলঅর্ডারের ব্যাটসম্যানরা যতক্ষণ খেলছেন ততক্ষণ রান উঠেছে ৩.২০ করে। সৌম্য , মুশফিক .রিয়াদ অর্ধশত রান করলেও ইনিংস বড় করতে পারেননি কেউ । ব্যাটহাতে সাব্বির , সাকিব , মিরাজ কেউ নিজেদের যোগ্যতার পরিচয় দিতে ব্যার্থ হলে মোসাদ্দেক ৪১ বলে ৪১ রান করেন । ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৭ রান।
নিউজিল্যান্ড ২৫৮ রানের টার্গেটে খেলতে নেমে দারুন সূচনা করে । প্রথম ৬ ওভারে রান রেট ৬ । কাটার মাষ্টার মুস্তাফিজ ফিরলেন স্বরূপে । তাঁর দ্বিতীয় ওভার আর দলীয় ৭ম ওভারে ৫ রান খরচায় রঞ্চিকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিলেন মুস্তাফিজ। ভয়ংকর হয়ে ওঠা লাথামকে ফেরালেন রুবেল। টেইলরকেও ফেরালেন মোস্তাফিজ । তাঁর বোলিং গড় রান রেট ছিল ৩ এর কিছুটা কম । বাংলাদেশ ইনিংসে শেষ ৫ ওভারে ব্যাটসম্যানদের রান তুলতে না পারা আর বল হাতে মুস্তাফিজ ছাড়া ভাল বোলিং পারফর্মেন্সের অভাবে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়লোন টাইগারা ।এই পরাজয় বাংলাদেশ আগামী বিশ্বকাপও চুড়ান্ত পর্বে সরাসরি খেলার বিষয় এখন বেশ কিছুটা কঠিন সমীকরনে পরে গেল।