
শিবব্রত দেচৌধুরী
আজ সবার মনে রঙ মেশাতে হবে ,এমনি এক দৃঢ প্রত্যয় নিয়েই গত ছয় ই মে , ২০১৭ , এন ওয়াই সি ভাংরানামের একটি সংগঠন প্রতি বারের মতো এবারে ও আয়োজন করেছিল রঙিন এ আনন্দ মহা মিলনের। জাতি ,ধর্মও বর্নের সীমানা পেরিয়ে সকল শ্রেনির মানুষ সেদিন একাত্ত হয়েছিল একই আকাশের সামিয়ানার নিচে ভালবাসাও ভ্রাতৃত্ত্বের বন্ধনে ।
নিউইয়র্কের গভর্নরস আয়ল্যান্ডের সুবিশাল পার্কে নেমেছিল হাজারো মানুষের বাঁধ ভাঙা ঢল।
নাচে গানে আর বর্ণালী সব রঙের খেলায় -সাদা, কালো, তামাটে, বাদামি সব বর্নের, সব বিশ্বাসের মানুষএকাকার হয়ে মিশে গিয়েছিল বসন্ত দিনে এই রঙের মেলায়। সকাল দশটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত এ উৎসবের প্রধান আকর্ষন ছিল ভারতীয় ,বাংলাদেশি, আমেরিকান, ইংলিশ , স্পেনিশ , আফ্রিকান সহ পৃথিবীর বিভিন্ন দেশীয় শিল্পীর পরিবেশনায় জনপ্রিয় সব দ্রুতলয়ের নাচ গানের সঙ্গে উপস্থিত দর্শকশ্রোতাদের নৃত্য ও রঙেরঙে একে ওপরকে রাঙিয়ে দেওয়ার নির্মল আনন্দ।
জাতি এবং ভৌগলিক সিমারেখা পেরিয়ে রঙের এই উৎসব দিনে দিনে আন্তর্জাতিক উৎসবে পরিনত হয়েছে।
হিংসায় উন্মত্ত গোটা পৃথিবী যখন জ্বলছে হিংস্রতার দাবানলে , তখন ভালবাসা আর একাত্মতার এই মহতী উদ্যোগসত্যি প্রশংসার দাবি রাখে।
ছবি: লেখক