আহসান শামীমঃ ১০ বল বাকী রেখেই ৫ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসির ওয়ানডে রাঙ্কিং এ প্রথমবারের মত ষষ্ঠ স্থানে বাংলাদেশ ।
চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড , রার্নাসআপ বাংলাদেশ । ফলাফল আজকের ম্যাচের আগেই নির্ধারণ হয়ে ছিল। নিউজিল্যান্ডর জন্য খেলাটা ছিল চ্যান্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালাই করে নেওয়ার । শ্রীলংকাকে পেছনে ফেলে রাঙ্কিং এর ষষ্ঠ পজিশন দখলের জন্য ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ । নিউজিল্যান্ডকে হারালেই সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ । এমন সমীকরনের খেলায় ৭ মাস পরে বাংলাদেশ একাদশে নাসির । চলমান ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড । ক্যাচ মিসের খেসারত দিয়ে ভুগতে থাকে টাইগার বোলারা। সেই সুযোগকে কাজে লাগিয়ে , টম ল্যাথাম, নেইল ব্রুম এবং রস টেইলরের তিন অর্ধশতকে ভর করে নির্ধারিত ৮ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

২৭১ রানের খেলতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে আউট সৌম্য সরকার। তামিম আর সাব্বির দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশকে জয়ের ধারায় ধরে রাখেন। এরপর তামিমের সাথে টাইগারদের ব্যাটিংয়ের হাল ধরেন হার্ডহিটার সাব্বির রহমান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে দলীয় রান পঞ্চাশ পার হয়। এরপর সাব্বিরকে সঙ্গে নিয়ে উইকেটে থিতু হয়ে ব্যাট করতে থাকেন তামিম। সাব্বিরের সঙ্গে দলের রান একশোতে নিয়ে যাওয়ার পাশাপাশি তামিম তুলে নেন অর্ধশতক।এই দুই ব্যাটসম্যান মিলে পরবর্তীতে নিজেদের মাঝে একশো রানের জুটি গড়ে তুলেন। দলের পক্ষে রান সংগ্রহ করতে করতে চলতি সিরিজে নিজের প্রথম অর্ধশতকের দেখা পান সাব্বির।তবে অর্ধশতক হাঁকানোর পর নিজের ব্যক্তিগত ইনিংসকে আর লম্বা করতে পারেননি তামিম। ব্যক্তিগত ৬৫ রানে কিউই স্পিনার জিতান প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি।তামিম ফিরে যাওয়ার পরই চার নম্বরে নামা মোসাদ্দেক হোসেনের সাথে ভুল বোঝাবুঝির শিকার হয়ে ব্যক্তিগত ৬৫ রানে সাজঘরে ফেরেন উইকেটে থিতু হয়ে খেলতে থাকা সাব্বির রহমান।বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান। মোসাদ্দেক আর সাকিবের দ্রুত বিদায় চাপে পরে বাংলাদেশ । মুশফিক আর রিয়াদ ব্যাট হাতে দ্রুত রানের জুটি জয়ের টার্গেট পার করে ।
বাংলাদেশর ওপেনার তামিম ইনিংসের প্রথম বলে ছয় হাঁকিয়ে রেকর্ড বুকে নাম লেখান । তামিমে আগে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়েছিলেন তিনজন ব্যাটসম্যান । ইনিংসের প্রথম বলেই ১৯৯২ সালে ওয়াসিম আকরামকে ছক্কা হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্ক গ্রেটবাখ। তার ৬ বছর পর ভারতের জাভাগাল শ্রীনাথের করা ইনিংসের প্রথম বল সীমানার বাইরে উড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালেস। এই ঘটনা ঘটেছিল ঢাকায়; উইলস ইন্টারন্যাশনাল কাপে।তৃতীয় ছক্কা দেখতেও ঠিক ৬ বছর অপেক্ষা করতে হয়েছে! ২০১৫ সালে জেসন গিলেস্পির বলে বিশাল ছক্কা হাঁকান ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। তার ২ বছরের ব্যবধানে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়লেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
ছবি: গুগল