(শিবব্রত দেচৌধুরী, নিউইয়র্ক থেকে): বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের এই মহালগ্নে নিউইয়র্কের প্রবাসী বাঙালীদের মাঝে ও ফিরে এসেছিল প্রাণ চাঞ্চল্য । কনকনে শীত উপেক্ষা করে মহা উৎসাহ উদ্দীপনার সঙ্গে কুইন্সের জেকসনহাইট্সে শুভাযাত্রায় নেমেছিল শতশত মানুষের ঢল । হাতে ছিল তাদের গর্বের লাল সবুজ পতাকা আর জাতির পিতার ছবি, মুখে মুখে ছিল তাদের গান –‘ পূর্বদিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল , জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ’। দেশ মাতৃকার বন্দনায় দেশ থেকে হাজার মাইল দূরে এ যেন এক মিনি বাংলাদেশ । প্রবাসী বাঙালীদের বিভিন্ন সংগঠন আয়োজন করে আলোচনা সভা ও বিচিত্রানুষ্ঠানের । স্থানীয় বাংলাদেশী টেলিভিশন চ্যানেল গুলিও আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের।