0
গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে কোম্পানিটি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সম্পূর্ণ নতুন একটি সংস্করণ আনার ঘোষণা দিয়েছে। এন্ড্রয়েড গো নামের এই অপারেটিং সিস্টেম মূলত কম ক্ষমতার স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছে। যেসব ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন কম, সেগুলো এন্ড্রয়েড গো ব্যবহার করে ভালো পারফমেন্স উপহার দিতে পারবে বলেই আশাবাদী গুগল।
এন্ড্রয়েড গো হচ্ছে গুগলের পরবর্তী মূল ‘এন্ড্রয়েড ও’ অপারেটিং সিস্টেমের ‘লাইট’ বা হালকা সংস্করণ। এন্ড্রয়েড গো ওএসে গুগলের বহুল ব্যবহৃত অ্যাপগুলোর লাইট ভার্সন চলবে যা কম র্যাম ও কম স্টোরেজ ব্যবহার করবে। এমনকি এন্ড্রয়েড গো এর ওএস কারনেলেও পরিবর্তন থাকবে।
যেসব ডিভাইসের র্যাম ১জিবি বা তার চেয়ে কম, সেগুলোতে এন্ড্রয়েড গো ইনস্টল করা থাকবে। এন্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমের মধ্যে যে গুগল ক্রোম ব্রাউজার দেয়া হবে, তাতে ডিফল্টভাবেই ডেটা সেভার চালু থাকবে। যেসব অ্যাপের সাইজ ১০ মেগাবাইটের মধ্যে, সেগুলোই মূলত এন্ড্রয়েড গো এর জন্য অপটিমাইজড বলে বিবেচিত হবে।
সাইফ তনয় (টেক ব্লগার)
ছবিঃ গুগল