থাইল্যান্ডে গানের শুটিং করার কথা থাকলেও বিএফডিসিতেই তা সারছেন ‘ধ্যাততেরিকি’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি। পয়লা বৈশাখে মুক্তি দিতে হবে ছবিটি। হাতে একেবারে সময় নেই। তাই যত তাড়াহুড়ো।একই সঙ্গে চার চারটি গানের চিত্রায়ন করছেন তিনি।নাহলে ছবিটি পয়লা বৈশাখে ছবি মুক্তি দেয়া যাবে না, বলেন পরিছালক। তবে তাড়াহুড়োর কারণে ছবির মান কি ধরে রাখা যাবে? জবানে রনি বলেন, ‘আমরা প্রতিদিনের শুটিং শেষে ফুটেজ এডিটিংয়ে পাঠিয়ে দিচ্ছি। আর গানতো সমস্যা হবে না। কারণ ছবির মূল দৃশ্যের এডিটিং-ডাবিং-কালার-সাউন্ড শেষ।’
‘ধ্যাততেরিকি’র প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান ও নবাগত ফারিন। চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে।
ছবি:গুগল