টেলিফিল্মমটির নাম ছিল ‘হিরো মোশান’ , পরবর্তীতে নাম বদলে হয়ে গেল ‘শেষ অধ্যায়’।সোহেল রানার রচনায় টেলিফিল্মমটি পরিচালনা করেছেন এনামুল হক খান।৫ ই মে শুক্রবার বিকাল ৩ টায় চ্যানেল আই তে প্রচার করা হবে টেলিফ্লিমটি ।
পরিচালক এনামুল হক খান জানান , ‘ মিডিয়ায় অনেকেই প্রতারণা করে বিভিন্ন ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে সেক্স এর বিনিময়ে লোভ দেখিয়ে অভিনেতা, অভিনেত্রী বানাতে চায়, আর এরা যে ভুয়া তা এই টেলিফিল্ম এর মাধ্যমে প্রকাশ পাবে।টেলিফিল্ম ‘শেষ অধ্যায়’ তে অভিনয় করেছেন নিরব, ফারজানা সুমি, ড. ইনামুল হক, শেলী আহসান, আরজুমান্দ আরা বকুল, মাহমুদুল ইসলাম মিঠি , ইমন সহ আরো অনেকে ।
রাকিবুল বাসার রাকিব