আহসান শামীমঃ আইরিশদের দেওয়া ১৮২ রানের টার্গেট বাংলাদেশ ১৩৭ বল হাতে রেখে ৮ উইকেটে টপকে যায়। এই জয়ে নিউজিল্যান্ডর চেয়ে ২ পয়েন্ট কম ৬ পয়েন্ট আর বিশাল রান রেট নিয়ে সিরিজ চ্যাম্পিয়নের সম্ভাবনা ধরে রাখল বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা নিয়ে আইরিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ । আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় । দারুন অস্বস্তিতে থাকা টাইগার দলে ওয়ানডে অভিষেক হল সান্জামুলের । সাইড লাইনে চলে গেলেন মিরাজ।
টস ভাগ্য বাংলাদেশর জন্য সুখকর না হলে আজ টসে জিতে বাংলাদেশ আইরিশদের ব্যাটিং করতে পাঠায় । প্রথম ওভারে রুবেলের বলে রান শূন্য। আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই সাজঘরে ফেরান উদ্বোধনী ব্যাটসম্যান পল স্ট্রিং লিংকে। এরপর নিজের প্রথম ওভারে বল করতে এসে ১ রান দিয়ে মোসাদ্দেক তুলে নেন একটা উইকেট । ১৫তম ওভারে বল করতে এসে বেলব্রাইনকে বোল্ড করে ফেরান সাকিব। এরপর ভয়ংকর নেইল ও’ব্রায়ান কে ফেরান মোস্তাফিজ। এরপর ১২৬ রানের মাথায় সাঞ্জামুলের বলে ৬ হাঁকাতে গিয়ে তামিমের হাঁতে তালুবন্দি হন জয়ছি । ১৩৪ রানের মাথায় আবার আঘাত হানেন মোস্তাফিজ, এবার কে ও’ব্রায়ান মস্তাফিজের বলে উচু দিয়ে মারতে গিয়ে মোসাদ্দেকের হাঁতে তালুবন্দি হন কে ও’ব্রায়ান। আবারো মস্তাফিজের বলেই মুশফিকের হাঁতে তালুবন্দি হন উইলসন। ৪৩ তম ওভারে বল করতে এসে ব্যারি ম্যাকারথি কে এলবিডব্লিউ করে ফেরান অভিষিক্ত সাঞ্জামুল। ৪৬তম ওভারে বল করতে এসে নিজের ১ম উইকেট পান মাশরাফি। একই ওভারে আবার উইকেট তুলে নেন মশারাফি। ৪৬.৩ ওভারে ১৮১ রানে অলআউট আয়ারল্যান্ড।
১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগারদের শুরুটা ছিল সতর্কতা পূর্ন। এরপর মারমুখী দুই ওপেনার তামিম সৌম্য জুটি ১০ ওভারে ৬৯ রানের জুটি গড়েন । ১৩.৪ ওভারে ৫৪ বলে ৪৭ রান করে সাজঘরে তামিম ইকবাল । ওপেনিং ৯৫ রানের জুটি ভাঙ্গেন আইরিশ বোলার কেভিতোভ ও’ব্রায়ানের বল উইকেট রক্ষক নেইল ও’ব্রায়ানের ক্যাচে । ১৮.২ ওভারে ৪১ বলে অর্ধশত রান করেন সৌম্য। আন্তর্জাতিক ক্রিকেটে এটা সৌম্যের ৬ষ্ট অর্ধশত । আর চলমান সিরিজে পর পর দ্বিতীয় । দুই প্রান্ত থেকেই বাউন্ডারি হাঁকিয়ে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল। মাত্র ১১ রান দূরে থাকা অবস্থায় ব্যক্তিগত ৩৪ বলে ৩৫ রানে ম্যাকআর্থিকে সামনে এসে মারতে গিয়ে থার্ড ম্যান ক্যাচ আউট হন সাব্বির। সৌম্য ৬৮ বলে ৮৭ আর মুশফিক ৩ রানে অপরাজিত থাকেন।
আজ বল হাতে আয়ারল্যান্ড শিবিরে ধস নামিয়ে দেন আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ মোস্তাফিজ। ৮ ওভার বল করে রান রেট ২.৫৮ উইকেট নিলেন ৪টা , তিনি বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজ । বিশ্ব রেকর্ড গড়তে ৫ ম্যাচে তাঁর আর প্রয়োজন মাত্র ১১ উইকেট । চলমান আইপিএলের সাইডে লাইনে বসেই যেন স্বরূপে প্রতাবর্তন করলেন মুস্তাফিজুর । স্মরণীয় অভিষেক সাঞ্জামুলের বল হাতে ৫ ওভারে ২২ রানে দু’ই উইকেট ।
এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে বসে দেখছেন মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত প্রিয়তি।
ছবি: গুগল