আহসান শামীমঃ দফায় দফায় বৈঠক শেষে আজ বৃহস্পতিবার অবশেষে অষ্ট্রেলিয়ার মেলবোর্নে ক্রিকেট অষ্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অফ অষ্ট্রেলিয়া (এসিএ)। এই চুক্তি স্বাক্ষরের ফেলে আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আর ওেকান বাঁধা রইলো না অষ্ট্রেলিয়ার ক্রিকেট দলের।
জানা গেছে, দুই পক্ষ পাঁচ বছর মেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছে।
এর আগে দু পক্ষের মধ্যে সমঝোতা করতে চলেছে বিস্তর দেনদরবার। সমঝোতা না হলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে একজন সাবেক বিচারকের অধীনে স্বাধীন সালিশের অন্তর্ভুক্ত হতে হতো এবং সেখানে দুই পক্ষের দাবী শুনে বিচরকই সিদ্ধান্ত প্রদান করতেন। আর এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হতো উভয় পক্ষ। অবশ্য এই পরিস্থিতে আশার বানী শুনিয়েছিলেন অজি দলের সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সংবাদ মাধ্যম নাইন টেনকওয়ার্ককে তিনি বলেছিলেন, “আগামী ২৪ কিংবা ৪৮ ঘণ্টার মধ্যেই একটা সমঝোতা তৈরি হয়ে যাবে আর আমরাও চুক্তিতে স্বাক্ষর করব।”
গত রোববারেও মিটিং করার পরে বুধবার আবারো মিটিং করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রতিনিধি অ্যালিস্টার নিকলসন। তবে বৈঠকে তারা সমঝোতার ব্যাপারে কতখানি অগ্রসর হয়েছেন সে ব্যাপারে মুখ খোলেননি কেউ-ই। শুধুমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র মিডিয়াকে জানিয়েছিলো, আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে। তবে এখনও সমঝোতার বিষয়ে মন্তব্য করার মত সময় আসেনি। তখন অবশ্য অবশ্য এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে অজিদের জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকেট.কম.এইউ ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছিলো এখনো সমঝোতার ব্যাপারে কিছুই হয়নি। এখনো দু’পক্ষের মধ্যে মতবিরোধ আছে।
এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বাংলাদেশ সফরে আসতে চান। এই চুক্তি স্বাক্ষরের আগে তিনি বলেছিলেন, “আমি বাংলাদেশ সফরে যাতে চাই, চুক্তিটা তার আগে সম্পন্ন করতে হবে। অস্ট্রেলিয়া ‘এ’ দল কিছুদিন আগেই তাদের সফর বাতিল করেছে। আমরা যদি সমঝোতা না হওয়ার পরেও বাংলাদেশ সফরে যাই, সেটা অবশ্যই দৃষ্টিকটু।”
বোর্ডের সাথে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের কারণে বেশ কিছুদিন থেকেই অস্থিরতা বিরাজ করছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে। এই বিরোধের জের ধরেই বোর্ডের সাথে চুক্তি করেননি দেশটার ২০০ এর বেশি ক্রিকেটার। এখন এই বিরোধের মেঘ কেটে যাওয়ায় চলতি মাসেই এই মাসেই দুইটা টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অষ্ট্রেলীয় ক্রিকেট একাদশ সে কথা জোর দিয়েই বলা যায়।