জনপ্রিয়তায় অন্য সবার থেকে এগিয়ে বলিউডের হার্টথ্রুব নায়িকা ক্যাটরিনা কাইফ।সম্প্রতি যে ঘটনা সচরাচর হয় না তা-ই করেছেন তিনি!সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। ক্যাপশনে লিখেছেন, ‘‘খুব শীঘ্রই নতুন জায়গায় যাচ্ছি আমি… যদি আমি ঠিকানা শেয়ার করি আপনারা আমার সঙ্গে দেখা করতে আসবেন…?’’
জানা গেছে, রণবীর কাপূরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই নতুন বাড়ির খোঁজে রয়েছেন ক্যাটরিনা। এর আগে রণবীরের সঙ্গে নাকি লিভ টুগেদার করতেন তিনি। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর ঠিকানা বদলের প্রয়োজন হয়েছে। এ বার নিজেই সে খবর জানালেন।
একজন সেলিব্রেটি তাঁর সমর্থকদের জন্য খুলে দিচ্ছেন বাড়ির দরজা! আপনি যদি ক্যাটরিনা কাইফের অনুরাগী হন, তা হলে এ সুযোগ হয়তো পেতে পারেন আপনিও।
সূত্র: ইন্টানেট
ছবি:গুগল