
শিবব্রত দেচৌধুরী
(নিউইয়র্ক থেকে):বাঙালী জাতি যে মনে প্রাণে নিজের সংস্কৃতি কে কতটুকু ভালো বাসে তা বোধ হয় কেবল প্রবাসী হলেই পুরোপুরি অনুধাবন করাযায়।
নিজের মাতৃভূমি ছেড়ে সহস্র মাইল দূরে থেকেও হাজার প্রতিকূলতা আর ব্যস্ততার মাঝে বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে প্রতিটি প্রবাসী বাঙালী মিলিত হয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে।
পহেলা বৈশাখে নতুন বর্ষ বরণ আবহমান কাল ধরেই বাঙালী জাতির সব
চাইতে বড় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রবাসী বাঙালীদের উৎসাহ উদ্দীপনা আর প্রাণ চাঞ্চল্যের কমতি ছিলনা! নিউইয়র্কের প্রকৃতিতিতে যখন ঘোর বসন্ত ,প্রবাসী বাঙলীরা তখন মেতে উঠেছিল পহেলা বৈশাখে , নতুন বর্ষ বরণে। কুইন্সের উডসাইড
পরিণত হয়েছিল রমনার বটমূলে । আনন্দ ধ্বনি, প্রকৃতি,উদিচী সহ বিভিন্ন বাঙালী সংগঠন এর আয়োজনে এবারের বর্ষবরণ ছিল সত্যিই অপূর্ব !
আবালবৃদ্ধবনিতার সাজ সজ্জায় ,পোশাকে আশাকে , আহারে বিহারে, কবিতা আর গানে সত্যিই বোশেখ নেমে এসেছিল সেদিন নিউইয়র্কে । এ যেনো আরেক বাংলাদেশ।প্রাণের বাংলাদেশ …