খবর ছড়িয়েছিল অপু বিশ্বাস অভিনয় করছেন অনন্ত জলিলের আগামী ছবি ‘দ্য স্পাই’-এ। এই খবরে নড়েচড়ে বসেছিলো ঢালিউড জগত। কিন্তু শেষে একটি জাতীয় দৈনিকে নিজেই খবরের আগুনে জল ঢাললেন। এই খবরে তিনি বিষ্মিয় প্রকাশ করে বলেছেন, ‘‘ছবিটিতে অভিনয় করা দূরের কথা এখনো এ নিয়ে প্রাথমিক আলাপও হয়নি। রমজানে বঙ্গ বিডির ইফতার পার্টিতে যোগ দিয়েছিলাম আমি। সেখানে অনন্ত জলিল এবং বর্ষাও উপস্থিত ছিলেন। আমাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। তাদের সঙ্গে নানা বিষয়ে আলাপের এক পর্যায়ে অনন্ত জলিল আমার কাছে জানতে চান আমি তার পরবর্তী ছবি ‘দ্য স্পাই’ তে অভিনয় করব কিনা। এর জবাবে আমি তাকে জানিয়েছি, ঈদে মুক্তি প্রতীক্ষিত আমার ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাওয়ার পর এ ছবির রেজাল্ট দেখে আমি আমার আগামী দিনের কর্ম পরিকল্পনা নির্ধারণ করবো।
অপু নিজের অবস্থান পরিস্কার করতে গিয়ে পত্রিকাটিকে বলেন, ‘‘কীভাবে আমি অনন্তর ছবি ‘দ্য স্পাই’তে অভিনয় করছি এমন সংবাদ প্রকাশ হলো তা বুঝতে পারছি না। আমার সঙ্গে কথা না বলে আমাকে নিয়ে এমন সংবাদ প্রকাশ করা মানে আমাকে ও অনন্ত-বর্ষাকে বিব্রত করা। আশা করব আগামীতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ আর কেউ প্রকাশ করবে না।’’
বিনোদন প্রতিবেদক
তথ্যসূত্রঃ ইন্টারনেট
ছবিঃ গুগল