কলকাতায় ফের জয়া আহসান ও আবিরের রসায়নের ওপর ভর করেই আসছে নতুন ছবি ‘আমি জয় চ্যাটার্জ্জী’। সিনেমাটির পরিচালক ‘হ্যালো কলকাতা‘, ‘ডামাডোল‘ ও ‘এইট্টি নাইন‘ খ্যাত পরিচালক মনোজ মিশিগান। গেল সোমবার মুক্তি পেয়েছে ফিল্মের ট্রেলার।
‘আমি জয় চ্যাটার্জ্জী’ একটি সাইকোলজিকাল থ্রিলার। ফিল্মের প্রধান চরিত্র জয়কে (আবির) ঘিরেই যে সিনেমার গল্প এগিয়েছে তা ট্রেলারেই স্পষ্ট। বাংলাদেশের অভিনেত্রী জয়া ছবিতে মূখ্য নারী চরিত্রে অভিনয় করছেন। গল্পে এই জয় চ্যাটার্জ্জী নামে এক উদ্ধত ও স্বার্থপর ধরণের চরিত্রে অভিনয় করছেন আবির। কিন্তু ট্রেলর বলছে সেখানে আছে আরো বাঁক। এই উদ্ধত মানুষটির মধ্যে আসবে বিশাল এক পরিবর্তন। আর তখনই ঘুরবে গল্পের গতিপথ। সিনেমার শ্যুটিং হয়েছে কলকাতা ও সিকিমে।
বিনোদন ডেস্ক
তথ্যসূত্রঃ ইন্টারনেট
ছবিঃ গুগল