কাকলী আহমেদ
একদিন সময় করে হয়ত কথা হবে
সময় নেই নেই করেও হয়ত
বেসামাল বাতাসে চুল
উড়ু উড়ু তুমি আসবে।
শুস্ক ঠোঁটে রঙ নেই কোন
হাতে নেই মকরমূখী বালা।
চোখে দাওনি কাজল
ঝটপট পড়ে এসেছো
ঘরে পরা চপ্পল।
ভাংতি নেই বলে যেই
অল্প কিছু খুচরো দিলেম
হাতে হাত লাগতেই
কি হিম তোমার আঙুল!!
মনে হলো হাতের তালুকে
মুঠো বন্দী সুখ দিয়ে তপ্ত করি।
পছন্দের শাড়িখানা তো ঠিক পড়েছ।
জ্বলজ্বলে নীল জমিন
আর লাল টক টকে পাড়।
গরম স্যুপ তাড়াহুড়োয় খেতে
ঠোঁট পোড়ালে।
আর তোমার এসব আহলাদি
গলার ভালবাসাবাসিতে
আমার মন পুড়ে পুড়ে অংগার।
পতিসেবা ঢের হয়েছে
সাহস দিলাম এসো
সমাজ-কে দুচ্ছাই বলি!!!
ছবি: গুগল