0
আহসান শামীমঃ সেই ২০১৪ সাল থেকে গত বছরের আগষ্ট পর্যন্ত অস্ট্রেলয়া, ওয়েষ্ট ইন্ডিজ , ইংল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে চার সিরিজের প্রতিটাতে একটি হলেও ম্যাচ জয়ের রেকর্ড আছে শ্রীলংকার। রাত পোহালে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামছে টাইগার বাহিনী। সিরিজ নিশ্চিত করতে হলে জিততে হবে বাংলাদেশকে। আর সে কাজটা করতে হলে রীতিমত ইতিহাসের ব্যত্যয় ঘটাতে হবে টাইগারদের।
ইতিহাস জানাচ্ছে, ২০০৬ সালের মার্চে শেষ ঘটেছিল এমন ঘটনা। পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের সিরিজে জয়শূন্য ছিল শ্রীলংকা। আজ শনিবার মাশরাফির দল যদি জেতে তাহলে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। ১১ বছর পর আবার ঘরের মাঠে কোন ওয়ানডে সিরিজ জয় ছাড়াই শেষ করবে লঙ্কানরা।
১১ বছর আগের ঘটনার সঙ্গে মিল একটাই, তিন ম্যাচের সিরিজে একটা খেলা বৃষ্টিতে পণ্ড হয়েছিল। এবারও ইতোমধ্যে একটা ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়েছে। প্রথম ম্যাটে জয় বাংলাদেশের। আজ তাই দুই দলই জয়ের জন্য মরণপণ করে মাঠে নামছে। ইতিমধ্যে সিরিজের একটা ম্যাচ জিতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। শ্রীলংকার ওপর চাপ হয়ে থাকবে ঘরের মাঠে খেলা। এমনিতেই সেখানকার গলমাধ্যম বাংলাদেশের সঙ্গে টেস্টে হারটাকে মেনে নিতে পারে নি। সমালোচনার ঝড় উঠেছে পত্রপত্রিকায়। ম্যাচ পাতানোর মতো অভিযোগও উত্থাপিত হয়েছে।