আগামী বছরের মার্চ মাসে আসতে চলেছে অ্যাপেলের নতুন আইপ্যাড। আর এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন, কেমন হবে নতুন এই আইপ্যাড? তিনটি নতুন মডেলের আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপেল। এর মধ্যে দুটি মডেল হবে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের নতুন ভার্সন এবং একটি হবে সম্পূর্ণ নতুন মডেলের। নতুন আইপ্যাডটি ১০.৯ ইঞ্চি মাপের হবে। এ ছাড়া ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো থেকে ‘প্রো’ কথাটি বাদ দিয়ে একটি মডেল আসতে পারে। অ্যাপেল এ মডেলের দাম কিছু কমাতে পারে বলে জানা গিয়েছে। আইপ্যাড মিনির পাশাপাশি নতুন এই আইপ্যাড বিক্রি হবে। ১২.৯ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো মডেলটির একটি লেটেস্ট ভার্সন আনতে পারে সংস্থাটি। ১০.৯ ইঞ্চি মডেলের আইপ্যাডে ডিসপ্লে প্যানেল ভবিষ্যতের আইফোনের ডিসপ্লে কেমন হবে তার সম্পর্কে ধারণা দিতে পারে। অবশ্য এ বিষয়ে অ্যাপেল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
শাহারিয়ার স্বপন,
মার্কেটিং এন্ড সেলস, অ্যাকুয়া গ্যাজেট ডট কম।
ছবি ও তথ্যঃ ইন্টারনেট।