কাটাঘুড়ি বিভাগে নিয়মিত লিখবেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি । জানাবেন এই জীবন ও আশপাশ নিয়ে তার সাতসতেরো ভাবনার কথা ।
আমার কোন ফেইসবুক অ্যাকাউন্ট নেই।
অনেকেই চোখ কপালে তুলে বলেন সে কি!!!
‘এক্ষুনি খুলে নাও, জানোনা এইটা কত জরুরী’
সারা পৃথিবীকে তুমি নিজের করে নিতে পার।
আমি হাসি…
বলি তা পারি, কিন্তু নিজের পৃথিবী যে বড্ড দূরে সরে যাবে …
আমি ভার্চুয়াল জগতের ঠান্ডা সম্পর্ক ভালবাসি না।
আমাকে উদ্দীপ্ত করে উষ্ঞতা।
তাই আমার ফেইসবুক নেই।
কেউ বলেন ‘যাহ্! মিথ্যা বলছেন।’… বলি তিন সত্যি
হঠাৎ কেউ বলেন আমি তো আপনার বা আপনি তো আমার ফেইসবুক ফ্রেন্ড!!!
বলি ভাই উনি আমি না, আমার ভূমিকায় অন্য কেউ।
কিছু মানুষ কি অদ্ভূত!
দিব্যি আরেকজন সেজে দিন পার করে দিচ্ছে ঠান্ডা পৃথিবীতে!!
আর বিভ্রান্ত হচ্ছে কত মানুষ।
তাহলে বিষয়টা কি দাঁড়ালো?
আমি সর্বদা অপ্রাপ্তির ভিড়ে প্রাপ্তিগুলো নিয়েই মাথা ঘামাই।
তাই ফেইসবুক নিয়ে আমার কিছু বলবার নেই।
এর পরের যুক্তিতে আমি কিঞ্চিত ঘায়েল হবার উপক্রম…
ব্যবসায়িক সাফল্যের জন্যও চাই ফেইসবুক।
আমার প্রতি মুহু্র্তের খবর নাকি পোঁছে দিতে হবে অগুনিত জানা- অজানা মানুষের ভীড়ে।
আমার ‘সব’ খবরে‘ সবার’কি প্রয়োজন থাকতে পারে বিষয়টি না বোঝার কারণে আমি এখনও
‘সোশ্যাল নেটওয়ার্ক’এর খাতায় নাম লেখাতে পারিনি।
তাই বলে ভাববেন না যে আমি অসামাজিক জীব।
আমার শত্রুও আমায় এই অপবাদ দিতে পারবেনা।
মাঝে মাঝে ভাবি করে ফেলবো নাকি আকিকা?
লেখাবো নাম ফেইসবুকে?
জীবনটা ভরে উঠবে লাইক আর কমেন্টে…তারপর? তারও পর? তার তারও পর ?
মাথাটা ঝিমঝিম করে।
২৪ ঘন্টার দিন আমার।কাজ করি ১০ থেকে ১২ ঘন্টা কখনও তা গিয়ে ঠেকে ১৪ থেকে ১৬ ঘন্টায়।
আব্বাকে সময় দেই না সেই অপরাধবোধ তাড়া করে বেড়ায় সারাক্ষন।
জমিলা আপা সংসার দেখে তাই বাচোঁয়া
বইগুলো কেমন মুষরে পড়েছে,আজকাল ওদের ছুঁইনা রোজ।
সকালের গন্ধ নিই না, মধ্যাহ্নে রোদে পুড়িনা,সায়াহ্নের রঙ দেখিনা, হঠাৎ দেখি রাত।
ঘড়ি দেখি , আতঁকে উঠি, বাড়ি ফিরতে হবে…
বাড়ি ফিরি, ফিরে আসি নিজের গভীরে…মাথার কারখানা চলতে থাকে…
ইস! কতদিন ছোট মামার সাথে কথা হয় না, অন্তরার রাজকন্যার জন্মের সময় ছিলাম হাসপাতালে আর
তো যাওয়া হলো না ছোট্ট বুকটার ধুকপুক শুনতে, কবে যাবো ভাবি অথচ রাস্তা পেরুলেই যাওয়া যায়…