আহসান শামীমঃ বেশ কয়েকবার নতুন স্পিন কোচ নিয়োগ করার বিষয়ে আশার বাণী শুনিয়ে এসেছে বিসিবি। যদি এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এখনো চূড়ান্ত হয়নি টাইগারদের স্পিন কোচ । তাতে কাটছে না দলের স্পিন বিভাগের দূর্বলতা। অষ্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসাবে স্পিনারদের নিয়ে হেড কোচ হাতুড়াসিংহ আর কোর্টিন ওয়ালশ কিছুটা ঝালাই করেছেন মাত্র ।
বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, বিসিবির অফার লেটারই নাকি গ্রহণ করেননি ম্যাকগিল। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও এমন ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা ম্যাকগিলকে অফার লেটার পাঠিয়েছি ঠিকই কিন্তু সাড়া পাইনি।’এমন পরিস্থিতিতের মাঝে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে ম্যাকগিলের আসার সম্ভাবনা যে অনেকটাই কম তা বলাই বাহুল্য। অবশ্য বিসিবির প্রচেষ্টা অব্যাহত রেখেছেন । আর এই প্রচেষ্টা বাস্তবতার মুখ দেখলে ম্যাকগিল বাংলাদেশে সেটা অস্ট্রেলিয়া সিরিজের আগে অন্তত হচ্ছে না সেটা প্রায় নিশ্চিত।
মাত্র দুদিন আগেই আকরাম গনমাধ্যমে বলেছিলেন, ‘ম্যাকগিলকে আমরা নিশ্চিত করে ফেলেছি। এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে তাঁর অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষায় আছি আমরা।’
আকরাম খানের ভাষ্য মতে, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে ম্যাকগিলকে পাওয়ার চেষ্টা তো আমরা করে আসছি, বারবার যোগাযোগ করার পরেও এখন আর তাঁর তরফ থেকে কোনো সাড়া মিলছে না।’ ম্যাকগিলের এভাবে নিশ্চুপ হয়ে যাওয়ার পেছনে কারণ কি থাকতে পারে তা অবশ্য জানাতে পারেননি ।
বিসিবির প্রস্তাব রাজি থাকলেও চুক্তির আগেই গণমাধ্যমে তাঁর কোচ হওয়ার খবর প্রকাশ হওয়ার ফলে ম্যাকগিল নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন অনেকেই।
গেল বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে লঙ্কান স্পিন কোচ রুয়ান কালপাগেকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এরপর থেকে স্পিন কোচের পদ শুন্যই পড়ে আছে। কিছুদিন আগে বেশ ঘটা করেই বিসিবি ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিন তারকা স্টুয়ার্ট ম্যাকগিলক স্পিন কোচ হিসেবে বাংলাদেশ দলে যোগ দিতে যাচ্ছেন।
ছবিঃ গুগল