একাধারে গায়ক, পরিচালক এবং অভিনেতা অঞ্জন দত্ত এবার তৈরী করছেন তার নতুন সিনেমা ‘রঞ্জনা আমি আসবো’। মূলত ‘রঞ্জনা আমি আসবো’ এই নামে একটি গান লিখতে গিয়েই অঞ্জন দত্ত নতুন ছবির প্ল্যান করে ফেলেন।
কলকাতার বিনোদন কাগজগুলোকে এমনটাই জানিয়েছেন তিনি। এর আগে তার বিখ্যাত একটি গান ‘রঞ্জনা আমি আর আসবো না’-এর নাম নিয়ে একটি ছবি তৈরী করেছিলেন তিনি। ছবিটি বাংলাদেশের দর্শকদের কাছেও জনপিও্রয়তা পায় গানটির কারণে।
অঞ্জন দত্তর নতুন ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার সঙ্গে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন টালিগঞ্জের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্বস্তিকা ইতিমধ্যে ‘দুপুর ঠাকুরপো’ নামে একটি ওয়েব ধারাবাহিকে কাজ করে বেশ আলোচিত হয়েছেন। সেখানে তার বাষ্প ছড়ানো অভিনয় ট্রেলারে দেখেই নড়েচড়ে বসেছেন দর্শকরা।
অঞ্জন দত্ত জানিয়েছেন, এবার তার ছবিতে কোনো গায়ক বা গায়িকার চরিত্র নেই। সেখানে এমন এক চরিত্রের গল্প তিনি বলতে চান যে গান শোনে। ছবিতে পাঁচটি আলাদা গল্প থাকলেও প্রতিটি গল্পের মাঝে একটা যোগসূত্র রয়েছে।
সিনেমার সঙ্গীত পরিচালনায় থাকবেন যথারীতি নীল দত্ত।
বিনোদন ডেস্ক
ছবিঃ গুগল